এলএসএটি-ইন্ডিয়া এন্ট্রান্স পরীক্ষা হবে 25 মার্চ 2021

এলএসএটি-ইন্ডিয়া এন্ট্রান্স পরীক্ষা হবে 25 মার্চ 2021

আগরতলা: 2021-22 শিক্ষাবর্ষের জন্য ভারতের প্রথম ল এন্ট্রান্স টেস্ট শুরু হতে চলেছে। ভর্তির জন্য আবেদন পত্র গ্রহণের শেষ তারিখ 14 মার্চ। আইন করতে উৎসাহী শিক্ষার্থীরা বাড়ি থেকেই টেস্ট পরীক্ষা দিতে পারবে। এলএসএটি- ইন্ডিয়া 2021 অনলাইন রিমোট প্রক্টরড ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষম ল এন্ট্রান্স টেস্ট এর ব্যবস্থা করছে। সমস্ত শিক্ষাবর্ষের জন্য ভর্তির প্রক্রিয়া শুরু করছে প্রতিস্ঠিত হতে চলা ও পি জিন্দাল গ্লোবাল ইনস্টিটিউশন অব এমিনেন্স ডিমড ইউনিভার্সিটি (জেজিইউ)-এর জিন্দাল গ্লোবাল ল স্কুল(জেজিএলএস), যেটি শুরু হয়েছে 2020 সালের 1 ফেব্রুয়ারি। এটি কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি দ্বারা ভারত ও  দক্ষিণ এশিয়ার ল স্কুল গুলির মধ্যে ভারতের এক নম্বর ল স্কুল। এখানে আইনের বিষয়ে পাঁচটি প্রোগ্রাম চালু করা হয়েছে। এগুলি হল বি এ এল এল বি( সাম্মানিক), বি বি এ এল এল বি (সাম্মানিক) এবং লিগ্যাল স্টাডিজ এর বিএ (সাম্মানিক)। 12 ক্লাস পাস করার পর আন্ডারগ্রাজুয়েট এল এল বি 3 বছরের প্রোগ্রাম এবং বিভিন্ন বিশেষ বিষয়ের ওপর এল এল এম প্রোগ্রাম নেওয়া যাবে।

ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও ডিন অধ্যাপক (ড:) সি রাজকুমার বলেন, ‘জিন্দাল গ্লোবাল ল স্কুলের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, যা এন এস এ টি- ইন্ডিয়া এন্ট্রান্স পরীক্ষা অনুযায়ী হবে এবং এই পরীক্ষা নেবে এ আই- সক্ষম এবং রিমোট প্রক্টরড পদ্ধতিতে নেওয়া হবে। তিনটি গুরুত্বপূর্ণ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।`

অধ্যাপক কুমার বলেন, এই বছর এল এস এ টি- ইন্ডিয়া 2021 প্রথমে হবার কারণে শিক্ষার্থীরা একেবারে ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। দ্বিতীয়তঃ অতীতে আইন পড়তে উৎসাহীদের মধ্যে তাদের স্কোর বাড়াবার কোনো সুযোগ ছিল না। ল এন্ট্রান্স পরীক্ষা সব সময় ছিল একবারের জন্য। তৃতীয়তঃ বিভিন্ন 12 ক্লাসের এন্ট্রান্স পরীক্ষার সঙ্গে যাতে সংঘাত তৈরি না হয়, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।`

জিন্দাল গ্লোবাল ল স্কুলের ডিরেক্টর অফ ল এডমিশন এন্ড অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক আনন্দ প্রকাশ মিশ্র বলেন, ‘জেজিএলএস সব সময় সারা দেশ থেকে এমনকি বাইরের দেশ থেকেও সেরা প্রতিভাকে আকর্ষন করার চেষ্টা করে থাকে। এল এল এম ও তিন বছরের এল এল বি প্রোগ্রামের জন্য ইউ এসএ, ইউকে, কানাডা, সিঙ্গাপুর, হংকং  , চিন ইত্যাদি সহ বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে সেরা মানের ছাত্ররা ভর্তির জন্য আবেদন করে থাকে। আমাদের শিক্ষাবর্ষ শুরু হচ্ছে 2021 সালের 1 আগস্ট থেকে।’

জেজিএলএস-এ ভর্তি নেওয়া হবে সম্পূর্ণভাবে এনএসএটি- ইন্ডিয়া টেস্টের মেধার ভিত্তিতে। প্রত্যেকটি আসনইপূরণ করা হবে মেধা তালিকা থেকে। জিন্দাল গ্লোবাল ল স্কুলের ইতিহাসে প্রথমবারের জন্য বিশ্বের অগ্রণী ল স্কুল হিসেবে ‘ইনস্টিটিউশন অফ এমিনেন্স’-এর স্বীকৃতি পেয়েছে এবং মার্চ মাসে এন এস এ টি- ইন্ডিয়া পরীক্ষার পর পর -ই এখানে ভর্তি  প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

এনএসএটি-ইন্ডিয়া টেস্ট ভারতে প্রথম শুরু হয়েছিল 2009 সালে, যখন জিন্দাল গ্লোবাল ল স্কুল তার প্রথম শিক্ষাবর্ষ শুরু করেছিল। এটি পরিচালিত হয় ইউ এস এর পেনসিলভেনিয়া ভিত্তিক ল স্কুল এডমিশন কাউন্সিল (এলএসএসি) দ্বারা। এল এস এ সি বিশ্বের প্রথম ল এডমিশন টেস্ট সংস্থা, যার সূচনা হয়েছিল 1947 সালে। এটি এন এস এ টি টেস্ট পরীক্ষা সংগঠন করছে ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়ার 200টি-র বেশি ল স্কুলের জন্য। এল এস এ টি- ইন্ডিয়া টেস্ট-এ রয়েছে 35 মিনিটের চারটি বিভাগ, যার প্রতিটি লজিক্যাল রিজনিং , অ্যানালিটিক্যাল রিজনিং এবং রিডিং কম্প্রেহেনশন। এই 2 ঘন্টা 20 মিনিটের টেস্ট অবজেক্টিভ ধরনের টেস্ট, যা কোভিড-19 অতিমারি’র কারণে 2020 সাল থেকে সম্পূর্ণ ভাবেই অনলাইনে এবং রিমোট প্রক্টরড টেস্ট হিসেবে পরিচালিত হয়ে আসছে। ছাত্ররা আগের বছরের প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য এবং এল এস এ টি- ইন্ডিয়া পরীক্ষার জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে অফিশিয়াল ওয়েবসাইট,- website: www.discoverlaw.in এ দেখুনl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *