শ্যামাশ্রীপল্লি স্পোটিং ক্লাব এর উদ্যোগে আজ বিনমুল্য বাজার দাওয়া হল 100 জন গরিব লোককে। ক্লাবের সদস্যদের দ্বারা যারা বিনামূল্যে পরিষেবা দিয়ে উপকৃত হয়েছে তাদের দ্বারা অত্যন্ত প্রশংসা পেয়েছে ক্লাবের কর্তৃপক্ষ। ক্লাবের সদস্যরা জানিয়েছে যে তারা সর্বদা এই মহামারী পরিস্থিতিতে অভাবী মানুষের কাছে বিভিন্ন পরিষেবা নিয়ে তাদের পাশে থাকবেন।