ভিএফএস এর বাজেট প্রত্যাশা

ভিএফএস এর বাজেট প্রত্যাশা

কলকাতা: আসন্ন ইউনিয়ন বাজেট নিয়ে নিজের অভিব্যক্তি  জানালেন ভিলেজ ফিনান্সিয়াল সার্ভিসেসর (ভিএফএস) এমডি এবং সিইও কুলদীপ মাইতি। বাজেট থেকে এনবিএফসি-এমএফআই সেকটরের জন্যে নগদ সরবরাহে সুরাহার আশায় আছেন তিনি।

কুলদীপ বাবু জানান, ‘কোভিড আক্রান্ত অর্থনৈতিক পিরামিডের নিচের অংশের লোকেদের রোজগার সচল রাখার জন্যে আর্থিক প্রতিষ্ঠানগুলির থেকে বেশি ঋণের প্রয়োজন, এবং এই অসংগঠিত ক্ষেত্রের ঋণগ্রহীতাদের আর্থিক চাহিদা মেটাতে মাইক্রোফিনান্স সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে মাইক্রোফিনান্স সংস্থাগুলিকেও তাদের গ্রাহকদের ঋণ দেওয়ার জন্য অর্থের প্রয়োজন হয়। তাই আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আর্জি জানাবো যে মাইক্রোফিনান্স প্রতিষ্ঠানদের কম সুদের হারে ঋণ দেবার জন্যে একটি ইকুইটি সাপোর্ট ফান্ড গড়া হোক যাতে এই শ্রেনীর ক্ষুদ্র শিল্পগুলির অর্থের প্রয়োজন সহজে পূরণ করা সম্ভব হয়। কম সুদের হারে ঋণের ব্যবস্থা এই শ্রেণীর ঋণগ্রহীতাদের উপকৃত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *