কলকাতা: নিউজবিট মিডিয়া ইন্ডিয়া আয়োজিত “দশভুজা সম্মান” এর এবারের মুখ কে হতে চলেছেন, এ নিয়ে জল্পনা ও কৌতুহল ইতিমধ্যেই অনেকটা ছড়িয়ে পড়েছে কলকাতা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে। দক্ষিণ কলকাতার এক রুচিশীল স্টুডিও “লিভ ইন মোমেন্টস” এ চললো তারই ফটোশ্যুট, একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী।
এবারের দশভুজার জন্য বিভিন্ন স্তরে বাছাইয়ের পর নির্বাচিত মুখ অভিনেত্রী সঞ্চারী বেশ কয়েকটি ভিন্ন ভাবনার প্রেক্ষাপটে ও সাজে ছবি নেওয়ার কাজ নিউজবিট মিডিয়ার ইন্ডিয়ার কুণাল রায়চৌধুরী নিজে ও তাঁর সহযোগী দক্ষ মেক-আপ আর্টিস্ট সন্দীপ দত্ত অন্য স্টাইলারও ফ্যাশান ডিজাইনারপ্রজ্ঞা পান্ডে ভিডিও চত্রগ্রাহকদের টীম নিয়ে অসম্ভব সুন্দরভাবে দেবীর ভিন্ন ভিন্ন রূপ ও অভিব্যক্তিকে প্রাণবন্ত করে তোলেন।